বানারীপাড়ায় ত্যাগের মহিমায় পবিত্র ঈদ উল আজহা উদযাপিত

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বানারীপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভির্য ও ত্যাগের মহিমায় পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। সকাল ৮টায় বানারীপাড়া কেন্দ্রীয় ঈদ গাঁহ,উত্তরপাড় ঈদ গাঁহ ও সলিয়াবাকপুর এ রব ঈদ গাঁহ মাঠে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। স্থাণীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন ও ইঞ্জিনিয়ার আ. রাজ্জাক সহ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় ঈদ উদযাপন করেন।