২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে গৌরনদীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

গৌরনদী প্রতিনিধি//
২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকালে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা গ্রেনেড হামলাকারীদের আইনের আওতায় কঠোর বিচার ও ফাঁসির দাবি জানান।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ডস্থ্য উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ প্রমূখ। আলোচনা সভা শেষে ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরনে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠি হয়।