পিরোজপুরের মঠবাড়িয়ার ৬ শত পরিবারে ঈদ আজ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে এবছরেও শুরেশ্বর পীরের অনুসারী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৫ টি গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার আজ মঙ্গলবার ঈদ-উল-আযহা করছেন। উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, চরকগাছিয়া ও গ্রেমের শুরেশ্বর দরবারের পীরের নির্দেশে তার অনুসারীরা যুগ যুগ ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা ২টি ঈদ পালন করে থাকেন। কচুবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো: ফরহাদ হোসেন জানান সৌদী আরবের সাথে মিল রেখে শুরেশ্বর পীরের অনুসারীরা ঈদ-উল-আযহার পালন করেন।