আগৈলঝাড়ায় অটিজম শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
আগৈলঝাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিকল্পনা কর্মসূচীর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা উপকরণ প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে উপজেলা প্রাইমারী এডুকেশন প্লান (ইউপেপ) প্রকল্পর মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর (অটিজম) শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার।
শিক্ষা সহায়তা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস মোল্লা, সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন গাজী, প্রিতীশ বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে ১৯জন বিশেষ শিশুদের শ্রবন যন্ত্র, চশমা, হুইল চেয়ার ও ক্র্যাচ বিতরণ করা হয়।