গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সভা

গৌরনদী প্রতিনিধি//
পবিত্র ঈদুল আযহার সকল আয়োজনসহ ঈদের ছুটিতে আসা লোকজনদের আগমন ও প্রস্থানকে নির্বিঘœ করতে এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল সোমবার সকালে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ আফজাল হোসেন, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাঈন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।