কমলগঞ্জে স্ত্রীকে গলাটিপে হত্যা স্বামী আটক

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীকে গলাটিপে হত্যা করছে এক স্বামী। পরে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাত ৩টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়েনের মইদাইল গ্রামে।
জানা যায়, স্ত্রীর পরকিয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে একপর্যায়ে স্বামী সুশেন্দ্র শব্দকর তার স্ত্রী আরতী শব্দকরকে গলা চেপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে ধারনা। স্ত্রী আরতী শব্দকর (৪০) কে হত্যার অভিযোগে স্বামী সুশেন্দ্র শব্দকর (৪৫) কে আটক করছে পুলিশ।
সোমবার (২০আগস্ট) সকালে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আরতী শব্দকরের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী সুশেন্দ্র শব্দকরকে আটক করেছে।
এ ঘটনায় নিহতের ভাই অধির শব্দকর বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যার অভিযোগে লিখিত এজাহার দাখিল করেছেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় হত্যার অভিযোগে এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।