চা বাগানে নারী শ্রমিকদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে মেডিকেল ক্যাম্পে

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে “চা-বাগানের নারীদের মাসিক স্বাস্থ্য ব্যস্থাপনা ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে করনীয়” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৮ আগস্ট) শনিবার সকালে শমশেরনগর চা বাগানের জাগরণ যুব ফোরাম ও ওয়ান ফর অল এর আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ওয়ান ফর অল-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কামরুননেছা মিরার নেতৃত্বে ও জাগরণ যুব ফোরাম এর সভাপতি মোহন রবিদাস এর পরিচালনায় ঢাকার বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা সারাদিনব্যাপী চা-বানাগের নারীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। হেলথ ক্যাম্পে অংশগ্রহণ করেন ডাক্তার মোঃ ফয়জুল ইসলাম, জান্নাতুল মাওয়া, নিশা হক প্রমুখ। উপস্থিত ছিলে ইউপি সদস্য ইয়াকুব মিয়া, ইউপি সদস্য সিতারাম বীন, ইউপি সদস্যা নমিতা সিং, রণজিৎ রবিদাস, প্রদীপ পাত্র প্রমুখ।