বন্যা কবলিক এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরন

কমলগঞ্জ সংবাদদাতা//
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর, হাজীপুরসহ বিভিন্ন ইউনিয়নের নদী ভাঙ্গনে বন্যা কবলিত এলাকায় বিশেষ বরাদ্ধে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করা হয়েছে। গতকাল (১৮ আগস্ট) শনিবার দুপুরে স্থানীয় কটারকোনা বাজারের এ.বি.সি কমিউনিটি সেন্টারে এ ঢেউটিন বিতরন করেন।
কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলামের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার পরিষদের সাধারন সম্পাদক হাজী এম এ আহাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, জেলা পরিষদের সদস্যা সৈয়দা জেরিন আক্তার, রেজাউর রহমান চৌধুরী কয়ছর। মুক্তিযোদ্ধা আয়ুব আলী, মুক্তিযোদ্ধা আসুক আলী । এছাড়া উস্থিত ছিলেন, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক ফখর উদ্দিন আহমদ, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, মাহমুদুর রহমান ফটিক প্রমুখ।
হাজীপুর, শরীফপুর, টিলাগাও ইউনিনের প্রতি ইউনিয়নের ৩০ পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন তিন ইউনিয়নের ৯০ পরিবারকে ৯০ বান্ডিল টিন বিতরন করা হয়েছে।