পূর্ণিমা ফেসবুক থেকে বিদায় নিলেন

সবুজ বাংলা,বিনোদন ডেস্ক//
সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিচ্ছেন পূর্ণিমা। পূর্ণিমা জানান, ফেসবুক ডিঅ্যাকটিভ করেছি। অযথা সময় নষ্ট হচ্ছে বলে মনে হয়। আর মানুষের লাইফে কি কি হচ্ছে এটা দেখার আগ্রহ জন্মানোর কারণে ফেসবুক ব্যবহার আপাতত বন্ধ করে দিয়েছি। জানি না কবে আবার এটা চালু করব। এদিকে স¤প্রতি তিনি নতুন সিনেমা জ্যাম-এ চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি ফিল্মস থেকে নির্মাণ হবে সিনেমাটি। এতে পূর্ণিমার নায়ক হিসেবে দেখা যাবে ফেরদৌসকে। পূর্ণিমা বলেন, দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। একটি জ্যাম, অন্যটি গাঙচিল। দুটি সিনেমাই পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। তিনি বলেন, জ্যাম সিনেমায় চরিত্রের চেয়ে গল্পের প্রাধান্য বেশি রয়েছে।