এ ধরনের কথাবার্তা শোভা পায় না প্রধানমন্ত্রীর মুখে-মির্জা ফখরুল

0
(0)

এস এম রহমান হান্নান,স্টাফ রিপোর্টার//
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে খালেদা জিয়া জড়িত প্রধানমন্ত্রীর এমন বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৯৭৫-এর বিয়োগান্তক ঘটনার সঙ্গে কিভাবে জিয়াউর রহমান ও বেগম খালেদাকে যুক্ত করেন? আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। একজন প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এ ধরনের কথাবার্তা কখনই শোভা পায় না।
বৃহস্পতিবার আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জড়িত ছিলেন। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সব জায়গায় বিএনপির ভূত দেখতে পান, তিনি সব জায়গায় জিয়া পরিবারের ভূত দেখতে পান। তার মুখ দিয়ে এ ধরনের অর্বাচীন কথাবার্তা কখনই যায় না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে ফখরুল বলেন, ১/১১ সরকার তো আপনাদের জন্যই লাভবান ছিল। কিন্তু এটা নিয়ে কেন আবার শঙ্কিত হচ্ছেন? আসলে আপনারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
তিনি বলেন, সরকারে যাওয়ার আগেই আওয়ামী লীগের নেত্রী ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সব কাজের বৈধতা দেয়ার কথা বলেছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.