গৌরনদীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

গৌরনদী প্রতিনিধি//
মামা বাড়িতে বেড়াতে গিয়ে বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে পুকুরের পানিতে ডুবে তাথৈ (৬) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।নিহত শিশুর পরিবার ও স্বজনদের সূত্রে জানাগেছে, উপজেলা সদরের শাওড়া গ্রামের তাপস কুমার দাসের একমাত্র মেয়ে গত ১০/১১ দিন পূর্বে উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে মামা গোপাল রায়ের বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সে একটি ছোট ফুটবল নিয়ে বাড়ির উঠানে খেলা করতে নামে। খেলার ফাঁকে ফুটবলটিসহ সে পার্শ্ববর্তি পুকুর ঘাটে পড়ে যায়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। বেলা ১১টার দিকে পুকুরের পানিতে পানিতে ফুটবল ও মেয়েটির পায়ে থাকা স্যান্ডেল ভাসতে দেখে স্বজনরা পুকুর ঘাটে নেমে পানির নিচে ডুবে থাকা তাথৈ’র অচেতন দেহ উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তখন তাকে মৃত বলে ঘোষণা করে।
উল্লেখ্য, তাথৈ’র মা রাখি রায় রাজধানী ঢাকার একটি হাসপাতালের নার্স পদে কর্মরত। বাবা তাপস কুমার দাসের সাথে সম্প্রতি সে তাদের গ্রামের বাড়ি গৌরনদী উপজেলা সদরের শাওড়া গ্রামে বেড়াতে আসে। সেখান থেকে গত ১০/১১ দিন পূর্বে উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে মামা গোপাল রায়ের বাড়িতে বেড়াতে যায়। বুধবার দুপুরে বাবার সাথে তার মামা বাড়ি থেকে পিত্রালয়ে ফেরার কথা ছিল। তার আগেই পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিতে হল তাকে।