সম্পাদক গোলাম সারওয়ার চিরনিদ্রায় শায়িত হলেন

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//
চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বিশিষ্ট এই সাংবাদিকের দাফন সম্পন্ন হয়।
এর আগে সকালে গোলাম সারওয়ারকে জাতীয় প্রেসক্লাবে সশস্ত্র সালামের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো, সরোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এবং তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
গত সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোলাম সারওয়ার।দীর্ঘ ২৬ বছর দৈনিক ইত্তেফাকের বার্তাকক্ষের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া দেশের জনপ্রিয় দৈনিক যুগান্তর ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক। তার হাতেই পত্রিকা দুটি সাফল্যের চূড়ায় পৌঁছায়।