স্বরূপকাঠিতে নবজাতক হত্যার দায়ে পাষন্ড পিতা গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির সারেংকাঠি ইউনিয়নে চাঞ্চল্যকর শিশু তানিশা আক্তারকে (২৮দিন) হত্যার দায়ে শিশুটির পাষন্ড পিতা মো. জাকির হোসেনকে (৩৫) গৌরনদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে হত্যা মামলায় তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নেছারাবাদ থানার এসআই মো. মাহফুজুর রহমান জানান, মোবাইল ট্রাকিং ও সোর্সের মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এস আই মাহফুজ, এস আই সঞ্জিব পাহলান ও এস আই ওয়াহিদুজ্জামান গৌরনদী উপজেলার বার্থী এলাকার একটি মসজিদ থেকে জাকিরকে গ্রেফতার করে। সে ওই মসজিদে ইমামের চাকরি নিয়েছিল। গত ৫ আগষ্ট রবিবার দিবাগত রাত সাড়ে ১২ দিকে জাকির তার শশুর বাড়িতে যায়। রাতে খাবার খেয়ে ঘুমাতে গিয়ে জাকির কৌশলে পানীয়র সাথে ঔষধ মিশিয়ে স্ত্রী হনুফাকে খাওয়ায়। পরে শিশু কন্যাটিকে হত্যা করে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে হনুফার পরিবারের লোকজন হনুফাকে অজ্ঞান অবস্থায় বিছানায় পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুদিন পরে পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা হনুফা বেগম বুধবার দিবাগত রাতে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নেছারাবাদ থানার ওসি কে.এম. তারিকুল ইসলাম বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির তার কন্যাকে হত্যার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত জাকির আমতলী উপজেলার চারিকাটা এলাকার চাঁন মিয়া বয়াতির ছেলে। সে গত বছর সারেংকাঠি এলাকায় একটি মসজিদে ইমাম থাকাকালীন সময়ে হনুফাকে বিয়ে করেন।