গৌরনদী প্রতিনিধি//
দিনভর নানা কর্মসূচি পালন করার মধ্যদিয়ে গতকাল বুধবার বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ ও বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক দুটি শোক র‌্যালি বের করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বের হওয়া ওই র‌্যালি দুটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পাশাপাশি বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে অসংখ্য শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিগুলো তাদের স্ব স্ব এলাকা প্রদক্ষিন করে।
বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ্য উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামিম, সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ প্রমূখ। বাদ যোহর গৌরনদীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৫ আগষ্টের সকল শহীদদের স্মরনে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠি হয়। শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।