দেবাশীষ সাহা দেবা,স্টাফ রিপোর্টারঃ
ফাইল ছবিভয় দেখিয়ে বাঙালিকে কেউ দমন করতে পারেনি বাঙালিরা ভয়ে ভীত হয় না। এ মাটি স্বৈরাচারের জন্য নয়, এটি দেশের মানুষের জন্য।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে গণফোরাম ঢাকা মহানগর শাখা আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।ড. কামাল বলেন, বঙ্গবন্ধুর নীতি জীবিত আছে, আদর্শ জীবিত আছে। তাই নির্দিষ্ট কারও নেতৃত্বের অপেক্ষা করতে হবে না, তাঁর নীতি-আদর্শ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বঙ্গবন্ধু ঐক্যের বিজয়ে বিশ্বাস করতেন, তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে বাংলাদেশ কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের মানুষের আপনার প্রতি আস্থা নেই। শিক্ষার্থীরা সত্যি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, ২২ শিক্ষার্থীকে মুক্তি দিন। শিক্ষার্থীদের কৃতিত্ব দিতে সারা দেশে সব স্কুল-কলেজে একদিনে সংবর্ধনার আয়োজন করেন।’ সবকিছুতে জামায়াত না দেখার পরামর্শও দেন তিনি।কাদের সিদ্দিকী বলেন, ‘দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, আইনের শাসন নেই। রাস্তায় শৃঙ্খলা নেই। এ জগদ্দল পাথর সরাতে হবে।’ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর আমরা যদি প্রতিরোধ না করতাম, মোশতাক যদি টিকে যেত, আজকের আওয়ামী লীগ থাকত না। আমাদের মতো পাগলা সমর্থকদের জন্য ২৩ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না, এটা লুটেরাদের আওয়ামী লীগ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও সঞ্চালনা করেন ঢাকা মহানগর গণফোরামের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। আর বক্তৃতা করেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।