ভারতের ইনিংস ব্যবধানে হার

রাজু ফকির,স্পোর্টস ডেস্ক//
ওকস ক্যারিয়ারের প্রথম শতরান তো করলেনই, অপরাজিতও রইলেন ১৩৭ রানে! তাঁর ব্যক্তিগত রান গোটা ভারতীয় দলের প্রথম ইনিংসের রানের চেয়ে বেশি। যে রান তুলতে কোহলি, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে…এসব বড় বড় নাম সম্মিলিতভাবে গুটিয়ে গেছে! ওকসের একার সমান রান দ্বিতীয় ইনিংসেও সম্মিলিতভাবে করতে পারেননি ভারত। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস—এই পেসত্রয়ী ১৩০ রানে গুঁড়িয়ে দেন ভারতের দ্বিতীয় ইনিংসও। তাতে ইনিংস এবং ১৫৯ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জো রুটের দল।এর আগে ৭ উইকেটে ৩৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে দেন জো রুট, লিড ছিল ২৮৯ রানের। প্রথম ইনিংসে বৃষ্টিভেজা লর্ডসে ভারতকে গুঁড়িয়ে দিয়েছিলেন অ্যান্ডারসন। সুইংয়ের বিষে নীল করেছিলেন আইপিএল তারকাদের। প্রথম ইনিংস শেষে লর্ডসে তাঁর হয়েছিল ৯৯ উইকেট, দ্বিতীয় ইনিংসে বল হাতে পেয়ে সেঞ্চুরিটা করে ফেললেন ৩৬ বছর বয়সী এই পেসার। ভারতের দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভার, অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন মুরালি বিজয়। তাতেই হয়ে গেল ‘সেঞ্চুরি’! আরেক ওপেনার লোকেশ রাহুল এবং শেষ দিকে কুলদীপ যাদব ও মোহাম্মদ সামিকেও ফিরিয়েছেন এই পেসার। অ্যান্ডারসন ধ্বংসযজ্ঞে মাতবেন আর স্টুয়ার্ট ব্রড পিছিয়ে থাকবেন, তা কি হয়? তিনিও যোগ দিলেন উইকেট শিকারের উত্সবে এবং একে একে চার উইকেট নিয়ে ভারতের ব্যাটিং মেরুদণ্ডটাই দেন ভেঙে।