কমলগঞ্জে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক স্থানে থেকে দু’টি অস্বাভাবিক মৃতে্যুর লাশ উদ্ধার। রবিবার বিকালে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের কলাবন বস্তি ও রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে এ ঘটনা ঘটেছে।
থানা সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের কলাবন বস্তির সুশীল গড়(৩৫) নিজ বসত ঘরের সাথের রান্না ঘরের চালার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে বড়চেগ গ্রামের প্রবাসীর স্ত্রী পপি আক্তার (২৩) কীটনাশক পান করলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবার পথে সে মারা যায়। দুুটি লাশ কমলগঞ্জ থানায় নিয়ে আসা হলে গতকাল (১৩ আগস্ট) সোমবার সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের প্রবাসী আব্দুল আহাদের স্ত্রী পপি আক্তার। তার বাবার বাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।
কমলগঞ্জ থানার ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুথক দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।