উন্নয়নের ধারা বন্ধ করতে পারবে না কোনো অপশক্তি-ওবায়দুল কাদের

0
(0)

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//
যোগাযোগ ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে তা ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সারা দেশে ফ্লাইওভার, ওভার ব্রিজ হচ্ছে। নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে। এসব অব্যাহত থাকবে। কোনো অপশক্তি এই উন্নয়নের ধারা বন্ধ করতে পারবে না।
রোববার রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের সামনে আন্ডারপাস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বাস চলাচলের পাশাপাশি পথচারীদের বেপরোয়া রাস্তা পারাপার বন্ধ করতে হবে। পাশে ফুটওভার ব্রিজ কিন্তু ব্যবহার করা হয় না। ঢাকা-চট্টগ্রাম রুটে ৩৬টি ফুটওভার ব্রিজ নির্মাণ করেছি। কিন্তু ফুটওভার ব্রিজগুলোর মধ্যে ৩০টিও ব্যবহার হয় না। এছাড়াও নগরে এখন ৩৪টি ফুটওভার ব্রিজ আছে কিন্তু ৪টিও ব্যবহার হচ্ছে না। তাই সবাইকে অনুরোধ করবো ফ্লাইওভারব্রিজ-আন্ডারপাস ব্যবহার করতে হবে।
তিনি বলেন, পাশে ফুটওভার ব্রিজ কিন্তু মানুষ ব্যবহার করবে না। হামাগুড়ি দিয়ে ডিভাইডারের গ্যাপের মধ্য দিয়ে রাস্তা পার হবে। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে। ছুটন্ত গাড়ি এসে তাকে চাপা দিচ্ছে। ফলে নৃশংস মৃত্যুর ঘটনা ঘটে। আমি অনুরোধ করবো, প্লিজ রাস্তা পারাপার তোমরা সর্তক হবে।
তিনি আরো বলেন, আগামী দুই তিন বছরের মধ্যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান আসবে। একটু ধৈর্য ধরতে হবে। অপেক্ষা করতে হবে। অপেক্ষা করুন সুদিনের জন্য।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাদের বলেন, শেখ হাসিনা আগামী নির্বাচনের প্রধানমন্ত্রী নন, তিনি আগামী জেনারেশনের প্রধানমন্ত্রী। আমি তোমাদের ধন্যবাদ জানাই। তোমরা প্রমাণ করেছো সবার জন্য বাংলাদেশে একজন অভিভাবক আছে। যার কথায় তোমরা আন্দোলন থেকে বাড়ি ফিরেছো, ক্লাসে ফিরেছো। তোমরা ৯টি দাবি দিয়েছ। তিনি কথা দিয়েছেন। তোমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয় আশস্ত করছি তার দাবিগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে।
ওবায়দুল কাদের বলেন, শুধু শহীদ রমিজ উদ্দিন আন্ডারপাস কলেজ নয়। নেত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আরও তিনটি আন্ডারপাস অচিরেই নির্মাণ করার জন্য। একটি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে ঢাকা বিমানবন্দর। আমরা প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আরেকটি হবে সংসদ সদস্য ভবন থেকে সংসদ ভবন পর্যন্ত।
তিনি বলেন, বর্তমান দেশে বিশটি ফ্লাইওভার নির্মাণ কাজ এগিয়ে চলছে। বাস র্যাবপিড ট্রানজিটের আওতায় গাজীপুর তেকে জসীম উদ্দিন পর্যন্ত সড়কে ৫টি ফ্লাইওভার হবে।
তিনি আরো বলেন, ঈদের আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ২৩টি ব্রিজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। আমরা জনসাধারণের জন্য খুলে দিব। টঙ্গী বাজার পুরোপুরি এলিভেটেড এক্সপ্রেস হবে। আব্দুল্লাহপুর থেকে ইপিজেড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.