স্বরূপকাঠিতে শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও প্রতিযোগীতা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠির আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনাসভা ও প্রতিযোগীতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন সমাজ সেবক মো. মহিবুল্লাহ, সাংবাদিক হযরত আলী হিরু, পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ুন কবির, সহকারি শিক্ষক মো. নুর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বক্তৃতা ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।