আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী ও গৃহবধুর লাশ উদ্ধার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ার স্কুল ছাত্রী ও গৃহবধুর লাশ উদ্ধার করে পোষ্টমটেমের এর জন্য পুলিশ বরিশাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় পৃথক ভাবে ২টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলা পশ্চিম রাজিহার গ্রামের অমূল্য রতন বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৭৫) পরিবারের সাথে অভিমান করে শুক্রবার রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন দেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী কারফা গ্রামের দিনমজুর নগেন্দ্র নাথ বিশ্বাসের মেয়ে কারফা পাবলিক একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী প্রিয়ন্তী বিশ্বাস পিতা মাতার সাথে ঝগড়া করে গলায় রশি দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জ্যোতি রানী তাকে মৃত ঘোষণা করে। পুলিশ হাসপাতাল থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কুল ছাত্রী ও গৃহবধুর লাশ পোষ্টমটেমের জন্য গতকাল শনিবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় পৃথক ভাবে ২টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।