শিক্ষার্থীদের হামলায় আওয়ামী লীগই জড়িত-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মোঃ শাওন, স্টাফ রিপোর্টার//
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষার্থীদের আন্দোলনে সহিংস কোনও কর্মকাণ্ডে বিএনপি জড়িত ছিল না। আওয়ামী লীগই জড়িত।শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আওয়ামী লীগের নির্দেশেই পুলিশের ছত্রছায়ায় হেলমেট ও মুখোশ পরে আগ্নেয়াস্ত্র-লাঠি নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর বর্বোরোচিত হামলা চালিয়েছে।মির্জা ফখরুল বলেন যারা পুলিশের সামনে হেলমেট ও মুখোশ পড়ে সহিংসতা করেছে, সাংবাদিকসহ আন্দোলনকারীদের হামলা চালিয়েছে, সেই সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।বিএনপি মহাসচিব বলেন, সন্ত্রাসীরা শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ঢুকে ছাত্রছাত্রীদের মারপিট করেছে। এসব কিছুই ঘটেছে পুলিশের চোখের সামনে এবং তাদের সহযোগিতায়।তিনি বলেন, মুখোশধারী আক্রমণকারীরা ছাত্রলীগ-যুবলীগকর্মী ছিল এটি সাংবাদিকরা বলার পরও, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের বিচার করার জন্য নাম চান।শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে পেশী শক্তি দিয়ে দমন করার অপকৌশল হিসেবে বিএনপির সিনিয়র নেতাসহ দলীয় নেতাকর্মী ও অরাজনৈতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করেছে।