স্বরূপকাঠিতে পিতার হাতে নবজাতক শিশু হত্যার অভিযোগ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে পাষন্ড পিতার হাতে নবজাতক শিশু কন্যা তানিশা আক্তার তানহাকে (২৫ দিন) পুকুরে ফেলে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মর্মান্তিক ও হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের গোবিন্দগুহকাঠি গ্রামে। নিহতের মা হনুফা বেগম জানান, বছর দেড়েক পুর্বে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের চাঁন মিয়া বয়াতির ছেলে মো. জাকির হেসেনের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। গত ১১ জুলাই তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। ৫ আগষ্ট রবিবার দিবাগত রাত সাড়ে ১২ দিকে স্বামী জাকির হোসেন তার শশুর বাড়িতে আসে। রাতে খাবার খেয়ে ঘুমাতে গিয়ে স্বামী জাকির হোসেন কৌশলে পানীয়র সাথে ঔষধ মিশিয়ে স্ত্রী হনুফাকে খাওয়ায়। পরদিন সকালে পরিবারের লোকজন মেয়ে হনুফাকে অজ্ঞান অবস্থায় বিছানায় দেখতে পেলেও জামাই জাকির ও তার কন্যাকে খুজে পায়নি। জাকির হোসেনের সাথে মোবাইল ফোনে যোগোযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। হনুফার পিতা মজনু আকন অসু¯্য’ মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং জামাই ও নাতনির নিখোজের বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। নিখোজের ২দিন পর মংগলবার বিকেলে বাড়ির পাশে পুকুরে তানহার ভাসমান লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নেছারাবাদ থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তে হত্যার আলামত পাওয়া গেলে হত্যা মামলা রজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।