সৌদির বিমান হামলায় ইয়েমেনে স্কুলবাসে ৪৪ শিশু নিহত

মো: মাসুম বিল্লাহ//
ইয়েমেনের একটি স্কুল বাসে বিমান হামলায় কমপক্ষে ৪৪ জন শিশু নিহত হয়েছে। নিহত এই শিশুদের প্রত্যেকের বয়স ১০/১১ বছরের কম। ইয়েমেনে উত্তরের সাদায় দায়ান মার্কেটের সামনে বৃহস্পতিবার সকালে একটি স্কুল বাসে আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে মারা যায় ৪৪ জন শিশু। গুরুতর আহত হয় আরো ২১ জন। এদের প্রত্যেকের বয়স ১০/১১ বছরের নিচে।
আলজাজিরার খবরে বলা হয়েছে সৌদি আরব এ হামলা চালিয়েছে। অন্যদিকে রয়টার্সের এক খবরে বলা হয়েছে ওই বাসে বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনে দীর্ঘ দিন ধরে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ লেগে আছে। তারই ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে বলে জানায় একাধিক সূত্র।