কমলগঞ্জে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার এলাকায় আতঙ্ক

জয়নাল আবেদীন,কমলগঞ্জ সংবাদদাতা//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের আলেপুর পৌর এলাকার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের সামনের রাস্তার পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ আগষ্ট) সকাল ৭টায় রাস্তার পাশে স্থানীয় এলাকাবাসী এই বস্তু সমুহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয় এলাকাবাসী জানান, একই এলাকার বাসিন্দা মো. জাবেদ মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় এগুলো দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। পুলিশ সরেজমিনে বোমা সদৃশ বস্তু সহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ডাকাতির জন্য প্রস্তুতি নিতে না পেরে রাতে ডাকাতরা এসব ফেলে গেছে। বিষয়টি এলাকায় জানাজনি হলে মুহুর্তের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানালে এসআই শহীদুর রহমানের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁেছ পরিত্যক্ত একটি স্থানে বোমা সদৃশ্য ১টি কাটার, ১টি টর্চ লাইট, রডের লাটি উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে আসে।