গৌরনদীর বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ন চন্দ্র নাগ এর পরলোক গমন

গৌরনদী প্রতিনিধি//
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নারায়ন চন্দ্র নাগ (৮০) মস্তিস্কে রক্তক্ষরনে অসুস্থ্য হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ১মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আতিœয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানাগেছে, গত ২৯ জুলাই সকাল ৯টার দিকে ববিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের সুতারবাড়ি গ্রামের নিজ বাড়িতে বসে মস্তিস্কে রক্তক্ষরনজনিত কারনে তিনি হটাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষনিক তাকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন সেখান থেকে তাকে নিয়ে রাজধানী ঢাকার আগারগাঁওস্থ নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি পরলোক গমন করেন। তার ছেলে গোবিন্দ চন্দ্র নাগ বর্তমানে পিতার শিক্ষা প্রতিষ্ঠান বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত। অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ন চন্দ্র নাগ দৈনিক সমকালের সাবেক যুগ্ন বার্তা সম্পাদক চিত্ত রঞ্জন কর এর ভগ্নিপতি।