কমলগঞ্জের এক রাতে ৩টি দোকানে চুরি

0
(0)

কমলগঞ্জ,সংবাদদাতা//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে এক রাতে জুয়েলারী দোকানসহ ৩টি দোকানে চুরি সংঘটিত হয়। বুধবার(৮ আগষ্ট) গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শমশেরনগর ভিতর বাজারের নীলা জুয়েলারী ওয়ার্কস-এর উপরের বাঁশের ছাদ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোর চক্র। পরে জুয়েরালী দোকানের লোহার সন্দুক ভেঙ্গে ২ ভরি ওজনের একটি স্বর্ণালঙ্কার, কয়েকটি রুপার চেইন, নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ ৩ লক্ষাধিক টাকার অলঙ্কার চুরি করে নিয়ে যায়। পাশা পাশি চোরচক্র সঞ্জীৎ পালের কাপড়ের দোকান থেকে ৫০ হাজার টাকা মূল্যের কাপড় চুরি করে নেয়। এছাড়াও রেলওয়ে স্টেশন সংলগ্ন আব্দুস সামাদের টঙ দোকানের দরজা ভেঙ্গে ক্যাশ থেকে নগদ ২ হাজার টাকা চুরি করে নেয়।
নীলা জুয়েলারী ওয়ার্কস-এর মালিক মিন্টু কর্মকার বলেন, দোকানের উপরে টিন শ্যাডের একটি ছোট দোতলা রয়েছে। এখানকার জানালা ভেঙ্গে চোরচক্র বাঁশের ছাদ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। চুরির ভয়ে মূল্যবান স্বর্ণালঙ্কার বাসায় নিয়ে রাখায় সন্দুকে ও শো-কেছে যে স্বর্ণালঙ্কার ও ক্যাশে টাকা ছিল তাই চুরি হয়েছে। বিষয়টি শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান। কাপড়ের দোকানদার সঞ্জীৎ পাল জানান, দোকান থেকে ৫০ হাজার টাকা মূল্যের কিছু প্যান্ট নিয়ে গেছে চোরচক্র। টঙ দোকানী আব্দুস সামাদ বলেন, দোকানের ক্যাশে ২হাজার টাকা ছিল তা চুরি করে নিয়েছে।
এব্যাপারে শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক(বাবুল) বলেন, গত কিছু দিন ধরে এ বাজারে আকস্মিকভাবে চুরি বেড়ে গেছে। এটি ঘটনায় রাত্রীকালীণ পাহারাদরকে দায়িত্ব অবহেলার দায়ে জরিমানাও করা হয়েছে। নতুন করে আরও চুরি হচ্ছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসে চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক(তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন ঘটাটি শুনেছেন। তবে কেউ এখনো অভিযোগ দেয়নি। তার পরও পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.