মঠবাড়িয়ায় বেইলী ব্রিজ ভেঙ্গে ১২ রুটের যান চলাচল বন্ধ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়া – চরখালী সড়কের তুষখালী বাজার সংলগ্ন বেইলী ব্রিজ ভেঙ্গে যাওয়ায় ওই উপজেলার সাথে ঢাকা, বরিশাল,খুলনা, ও পিরোজপুরসহ ১২ টি রুটের যান চলাচল এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে ওই সকল রুটের যাত্রীরা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় গত শুক্রবার রাতে মঠবাড়িয়া থেকে একটি ভেকু বোঝাই ট্রাক ভান্ডারিয়া যাবার পথে ওই ব্রিজটিতে উঠলে ব্রিজটি ভেঙ্গে পড়ে। এ সময় ট্রাকটি ফেলে ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। সেই থেকে ওই সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। পিরোজপুরের সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপসহকারি প্রকৌশলী মো. ফখরুল ইসলাম বলেন, ব্রিজটি অনেক ঝুকিপূর্ন ছিল। ব্রিজটি দিয়ে ২৭ টন ওজনের ভেকু বোঝাই ট্রাক যাবার চেষ্টা কলে ব্রিজটি ভেঙ্গে পড়ে। অতিদ্রুত ব্রিজটি সংস্কারের কাজ শুরু করা হবে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে এবং ভেকু ও ট্রাক মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।