কমলগঞ্জে এনটিসির চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি পালন

0
(0)

কমলগঞ্জ সংবাদদাতা//
মৌলভীবাজারের সরকারী মালিকানাধীন ন্যাশন্যাল টি কোম্পানী (এনটিসি) এর কুরমা চা বাগান ও ফাঁড়ি বাগান সমুহে বিভিন্ন দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। (০৭ আগস্ট) মঙ্গলবার সকাল ৭টা থেকে শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছে। (এনটিসি)-ও কুরমা, বাঘাছড়া ও কুরুঞ্জী চা বাগানে এ কর্মবিরতি শুরু করে চা শ্রমিকরা।
কুরমা চা বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাশি জানান, একই কোম্পানীর পাত্রখোলা চা বাগানের বিতর্কিত কর্মচারী (টিলা বাবু) আব্দুল কাইয়ুমকে বদলী করে কুরমা চা বাগানে নিয়োগ দেওয়া হয়। বদলী হওয়া কর্মচারী আব্দুল কাইয়ূম কুরমা চা বাগানে যোগদান করায় সাধারণ চা শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়। সাধারণ চা শ্রমিকরা বিতর্কিত এই কর্মচারীকে কুরমা চা বাগানে মেনে নিচ্ছেন না। দিনভর এই কর্মবিরতি পালন হলেও বিকাল ৫টা পর্যন্ত এ বিষয়ে কোন সমঝোতার খবর পাওয়া যায়নি।
কুরমা চা বাগানের দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত চা শ্রমিক বালক দাশ, সত্য নারায়ন কূর্মী, মদমোহন তেলী, বাবুল মিয়া, শ্রী দর্শন কূর্মী, ও জমশেদ আলী জানান, বাগানের শিক্ষিত বেকার শ্রমিকরা কয়েক বছর ধরে দৈনিক মজুরী ভিত্তিতে কাজ করলেও বাগানে ৮টি পদ শুন্য রয়েছে। এসব শূন্য্য পদে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ অন্য চা বাগানের বিতর্কিত একজন কর্মচারীকে কুরমা চা বাগানে এনে নিয়োগ দেওয়া হচ্ছে। তাই সাধারণ চা শ্রমিকদের সাথে আলোচনাক্রমেই এক কর্মবিরতি পালন করা হচ্ছে।
কুরমা চা বাগানের প্রধান ব্যবস্থাপক মো. শফিকুর রহমান কর্মবিরতির সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকরা সকালে কাজে যোগ দিলে পরে তারাও কর্মবিরতিতে অংশ নেয়। কোম্পানীর নিয়মানুযায়ী পাত্রখোলা চা বাগানের কর্মচারী আব্দুল কাইয়ূমকে কুরমায় বদলী করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.