রাস্তা পাকা করনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি হাজীপুর ইউপি চেয়াম্যানের

জয়নাল আবেদীন,কমলগঞ্জ//
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার পর ১০টি কাচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েয়েছেন হাজীপুর ইউপি চেয়ারম্যান জননন্দীত সাংবাদিক আব্দুল বাছিত বাচ্ছু। দীর্ঘদিন ধরে এসব রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে ফলে মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে। তাই সব রাস্তা পাকা করার দাবিতে গত ৪ আগস্ট ই-মেইলের মাধ্যমে এ চিঠি দেওয়া দিয়েছেন হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু।
ইউপি চেয়ারম্যানের দেওয়া চিঠি সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নে ৪২টি গ্রামে বেশ কাচা রাস্তা রয়েছে। এর মধ্যে ১০টি জরগুরুত্বপূর্ণ অবস্থা একেবারেই নাজুক। এই রাস্তাগুলো হচ্ছে হাজীপুর পরিবারকল্যাণ কেন্দ্র- ছইদল বাজার ভায়া ইসলামপুর-রনচাপ, চকরনচাপ, দাইদপুর বাজার, আলীপুর ভায়া মাদানগর, হরিচক- উত্তর পলকী, পাবই-রেলগেইট পীরেরবাজার, কাউকাবন বাজার, কাউকাবন জামে মসজিদ, হাজীপুর- পীরেরবাজার, শমশেরনগর-পাইকপাড়া ভায়া চান্দগাও, কানিগাটি উচ্চ বিদ্যালয়- মনু গাজীপুর প্রাথমিক বিদ্যালয়, পীরেরবাজার-শমশেরনগর রাস্তা হতে গুচ্ছগ্রাম ভায়া বিলেরপার, পীরেরবাজার-নছিরগঞ্জ ভায়া কেওলাকান্দি দক্ষিণটিলা ও পীরেরবাজার-চান্দগাও। দীর্ঘদিন ধরে এসব রাস্তা পাকা করনের কোন উদ্যোগ না থাকায় চিঠির মাধ্যমে ১০টি রাস্তা পাকা করার দাবি জানানো হয়েছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু বলেন, চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার ২ বছর পার হতে চলছে। এ সময়ের মধ্যে উপজেলার মাসিক সমন্বয় সভায় একাধিকবার রাস্তাগুলোর পাকা করনের দাবি তোরেছি। এ বিষয়গুলো নিয়ে স্থানীয় এমপি মহোদয়কে অনুরোধ করছি। কিন্তু এখনো কোন বউদ্যোগ নেওয়া হয়নি। মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটে নির্বাচিত হয়েছি। রাস্তাগুলো পাকা না হওয়ায় মানুষ নানা সমলোচনা করছে। তিনি আরও বলেন, আশাকরি আমার চিঠিটি দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়বে। পাশাপাশি মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তাগুলো পাকাকরণে তিনি তড়িৎ ব্যবস্থা নিবেন।
এলজিইডি কুলাউড়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মোহাম্মদ ইসতিয়াক হাসান বলেন, রাস্তার অবস্থা দেখে হেড অফিসে কাজের জন্য ইস্টিমিট পাঠানো হয়েছে। আগামী অর্থ বছরের মধ্যে এ রাস্তার কাজগুলো হওয়ার সম্ভবনা রয়েছে আশাকরছেন এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ ইসতিয়াক হাসান।