গৌরনদীতে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন ও মোবাইল কোটে জড়িমানা

গৌরনদী প্রতিনিধি//
আনুষ্ঠানিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে গতকাল রোববার সকালে বরিশালের গৌরনদীতে ট্রাফিক সপ্তাহ ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। ওই কোর্ট লাইসেন্স ও কাগজপত্র বিহীন বিভিন্ন যান বাহনের বিরুদ্ধে মামলা দিয়ে তাৎক্ষনিক জড়িমানা আদায় করেছে।
ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে, ট্রাফিক সপ্তাহ ২০১৮ এর উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন এর নেতৃত্বে ওই মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট লাইসেন্স ও কাগজপত্র বিহীন যান বাহন এর বিরুদ্ধে ১৩টি মামলা দিয়ে ১৪ হাজার ৫শত টাকা জড়িমানা করে।
গতকাল বেলা ১১টায় গৌরনদী বাসষ্ট্যান্ডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত চত্বরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন শেষে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা মোবাইল কোর্টে কার্যক্রমে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ইসমাঈল হোসেন, সার্জেন্ট মোঃ মাসুম, টিএসআই আব্দুর রাজ্জাক, মোঃ আইয়ুব আলী, মোঃ সেকান্দার আলী, এটিএসআই নাসির আহাম্মেদ, শ্রী অসিম প্রমুখ।