গৌরনদীতে শিক্ষার্থীদের আন্দোলনে নামতে প্ররোচিত করার অভিযোগে গ্রেফতার এক

0
(0)

গৌরনদী প্রতিনিধি//
দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্ত্ব হতে উপজেলার কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে প্ররোচিত করার অভিযোগে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ মোঃ রাজিব হোসেন খান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছে।
থানা সুত্রে জানাগেছে, উপজেলার কটকস্থল গ্রামের নুরুল আলম খানের ছেলে মোঃ রাজিব হোসেন খান (৩৫) শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে তার ব্যাবহৃত মোটরসাইকেল নিয়ে উপজেলার বার্থী ডিগ্রী কলেজ, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় ও মাহিলাড়া ডিগ্রী কলেজে গিয়ে শিক্ষার্থীদেরকে মহাসড়কে নেমে সড়ক অবরোধ ও যান বাহন আটক করার জন্য প্ররোচিত করে। এ সময় তার সাথে উপজেলার তিখাসার গ্রামের বাবুল হাওলাদারের ছেলে ইরফান নয়ন (২২)সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন লোক ছিল। তারা দুটি কলেজ ও একটি স্কুলের শিক্ষার্থীদেরকে শলা পরামর্শ দিয়ে, বিভিন্ন ধরনের লোভ লালশা দেখিয়ে, উসকানী মূলক বক্তব্য দিয়ে, কোমল মতি শিক্ষার্থীদেরকে রাস্তায় নামায় ও সমাবেশ ঘটায়। এ কারনে পুলিশ ঘটনার প্রধান অভিযুক্ত মোঃ রাজিব হোসেন খান (৩০)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। পরে গৌরনদী মডেল থানার এসআই মোঃ ইকবাল কবির (পিপিএম) বাদি হয়ে গ্রেফতারকৃত মোঃ রাজিব হোসেন খান (৩৫) ও ইরফান নয়ন (২২)সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের নামে ওইদিন রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
যুবক গ্রেফতার ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত যুবক মোঃ রাজিব হোসেন খান (৩৫)কে গতকাল রোববার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.