গৌরনদীতে শিক্ষকদের সাথে উপজেলা প্রশাসনের জরুরী মতবিনিময় সভা

গৌরনদী প্রতিনিধি//
দেশব্যাপী গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ন্ত্রনে করনিয় নির্ধারনে গতকাল শুক্রবার সকালে বরিশালের গৌরনদীতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, সড়ক দুর্ঘটনায় রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গত কযেক দিন ধরে কচি-কাঁচা শিক্ষার্থীদের উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলনের প্রভাবে গৌরনদীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা যেনো রাজপথে নেমে না আসে, সে বিষটি নিশ্চিত করতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা প্রশাসন এ জরুরী মতবিনিময় সভার আয়োজন করে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নিজামূল হায়দার, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, মাহিলাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া আকবর আলী, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, পালরদী মডেল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ তপন কুমার রায়, টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, হোসনাবাদ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, মাহিলাড়া এ,এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারী, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাস্হুরা বেগম, বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার ওঝা, কুতুবপুর এসইএসডিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশ মাঝি. পশ্চিম শাওড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল জলিল, হোসনাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, গরঙ্গল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ হেমায়েত উদ্দিন, গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ,এম আব্দুর রব, ইল্লা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ। সভায় ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবির সকল বিষয় সরকার মেনে নিয়েছে উল্লেখ করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যেই সরকার ১১টি পদক্ষেপ নিয়েছে। ওই ১১টি পদক্ষেপ সম্পর্কে শিক্ষকদেরকে অবহিত করে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আহবান জানান, যে, কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে শান্ত রাখার উদ্যোগ গ্রহন করবেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন নির্বাহী কর্মকর্তার সাথে একমত পোষন করেন এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শান্ত রাখবেন বলে উপজেলা প্রশাসনকে আশ্বস্ত করেন।