গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি//
র্যাব-০৮ এর একটি টীম গতকাল শুক্রবার ভোররাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ নুর ইসলাম হাওলাদার(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
বরিশাল র্যাব-০৮ এর একটি সুত্র জানায়, ওই মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে তার সাথে থাকা ইয়াবাগুলো নিয়ে গতকাল শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন আকবর আলীর চায়ের দোকানের সামনে বসে অপেক্ষা করছিল।
গোপন সুত্রে এ খবর পেয়ে বরিশাল র্যাব-৮ একটি টহল টীম তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে তারা ৩০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নুর ইসলাম হাওলাদার(৩০)কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী নুর ইসলাম হাওলাদারের বাড়ি গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী গ্রামে। সে ওই গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, র্যাব সদস্যরা শুক্রবার ভোররাত সাড়ে ৫টার দিকে গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করে। এরপর র্যাব-০৮এ র ডিএডি (পুলিশ পরিদর্শক) মোঃ জহুরুল ইসলাম বাদি হয়ে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।
(ছবিসহ)