ইসরাইলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করল সিরিয়ার সামরিক বাহিনী

দেবাশীষ সাহা দেবা//
ইসরাইলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করল সিরিয়াইসরাইলের হামলা আবারও ঠেকিয়ে দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, শুক্রবার ভোরে সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী। কিন্তু এর কোনোটিই আঘাত হানতে পারে নি।
ইসরাইলের তিন ক্ষেপণাস্ত্র ও দুই ড্রোন সিরিয়ায় আঘাত হানার আগেই সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়। এর মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্র দামেস্কের দক্ষিণে এবং একটি ক্ষেপণাস্ত্র দামেস্কের উত্তর-পশ্চিমে ধ্বংস করা হয়। খবর : এএফপির।
এছাড়া ড্রোন ধ্বংস করা হয়েছে দামেস্কের পশ্চিমাঞ্চলে। ইসরাইল গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ায় হামলা জোরদার করেছে। দখলদার ইসরাইলের সীমান্তবর্তী এলাকায় সিরিয়ার সেনাবাহিনীর অভিযান জোরদার হওয়ার পর সন্ত্রাসীদের রক্ষা করতেই সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়িয়েছে তেল আবিব।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর পেছনে ইসরাইলও রয়েছে।