মগবাজারে আবারও বাসচাপায় স্বরূপকাঠির রানা নিহত

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
সড়কে বাসচালকদের বেপরোয়া থামছেই না ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মারা যাওয়ার ঘটনার মাত্র ছয় দিনের মাথায় আজ আরও একজনকে বাসচাপায় প্রান হারাতে হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকার মগবাজার ওয়ারলেসগেট এলাকায়। নিহত সাইফুল ইসলাম রানা’র বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায়। সে ঢাকা কমিউনিটি হাসপাতাল মগবাজারে চাকরী করতেন। একাধীক প্রত্যক্ষদর্শী জানান,মাগুরা-যশোর-সাতক্ষিরা রুটের এসপি গোল্ডেন লাইন গাড়িটিকে বেপরোয়াভাবে চালাচ্ছিলেন চালক। মগবাজার ওয়ারলেসগেট এলাকায় এসে বাসটি প্রথমে একটি রিকসাকে ধাক্কা দেয় এতে রিকসায় থাকা মহিলাযাত্রী পড়ে গিয়ে আহত হন। পরে বাসটি পরপর দুইবার রানা’র মোটর সাইকেলটিকে পিছন দিয়ে ধাক্কা দিলে রানা মটর সাইকেলের ভারসাম্য রাখতে না পেরে মটর সাইকেলটি নিয়ে পড়ে যায়। পবে বাসটি রানাকে চাপা দিয়ে আরএকটি সিএনজিকে ধাক্কা মারে। এসময় পথচারীরা ছুটে এসে রানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা বাসটিকে আটক করে আগুন জ্বালিয়ে দেয়। এ ব্যাপারে রমনা থানার এস আই মো. মহিবুল্লাহ জানান, নিহত রানার খালা রোকসানা হক হাসপাতালের মর্গে এসে লাশটি শনাক্ত করেছেন। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায়। তিনি খিলগাওয়ের উত্তর গোড়ানে থাকতেন। বিক্ষুব্দ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিভিয়েছে। চালককে আটক ও বাসটিকে জব্দ করা হয়েছে ।