কমলগঞ্জ এক দোকানের চালের টিন কেটে চুরি

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারের চৌমুহনা এলাকায় একটি দোকানের উপরের চাল কেটে চুরি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে।

দোকানের মালিক শহিদুল ইসলাম(কালা) জানান, রাত সাড়ে ১২টা দোকান বন্ধ করে বাসায় গিয়েছে। সকাল ৯টায় দোকান খোলে দেখা যায় উপরের টিনের চাল খোলা রয়েছে। চোর দোকানে ঢুকে নগদ ৩ হাজার টাকাসহ ৬০ হাজার টাকার মালামাল নিয়েছে চোর চক্র।

এব্যাপারে শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছেন পাহারদারদের উপস্থিত রেখে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি থানায় কোন অভিযোগ করেননি। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক(তদন্ত) অরুপ কুমার চৌধুরী দোকান চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানী লিখিত অভিযোগ দিলে আইনী ব্যবস্থা করা হবে।