পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুলাল খান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম ছয় বছরের কারাদন্ড দিয়েছেন । পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত দুলাল খান ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩১ জুলাই রাতে ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার চালিয়ে দুলাল খানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর দেহ তল্লাশি করে ৫২টি ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার কামরুল ইসলাম বাদী হয়ে দুলাল খানের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। ওই বছরের ১ সেপ্টেম্বর দুলালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত আট জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষে ছিলেন আহসানুল কবির বাদল।