কমলগঞ্জের অর্ণব জাতীয় পর্যায় শাপলা কাব অ্যাওয়ার্ড লাভ

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজের ৭ম শ্রেণীর ছাত্র অর্ণব দত্ত জাতীয় পর্যায় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। “বাঁধন মুক্ত কাব স্কাউট দল” থেকে অ্যাওয়ার্ড কাব স্কাউটস্ শাখার সর্বোচ্চ পুরষ্কার অর্জন করে।
সে গত ২৯ জুলাই ঢাকাস্থ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড গ্রহণ করে। অর্ণব ২০১৬ সালে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ গৌরব অর্জন করে। সে কমলগঞ্জ উপজেলার প্রথম শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী। অর্ণব দত্ত কমলগঞ্জ উপজেলার পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস্ এর সহকারি লিডার ট্রেইনার বিপ্লবী রানী দে ও এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক অজয় দত্তের একমাত্র সন্তান। সে সকলের কাছে আশির্বাদ ও দোয়া প্রার্থী।