পিরোজপুরে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখার অভিযোগ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর সদর উপজেলার কদমতলায় গাছের দালে ঝুলান্ত অবস্থায় নজরুল শেখ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলা কদমতলা ইউনিয়নের পশ্চিম কদমতলা গ্রামের রাস্তার পাশের একটি শিমুল গাছের দালে ঝুলন্ত অবস্থায় নজরুলের লাশ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার টোনা ইউনিয়নের উত্তর টোনা গ্রামের আব্দুল গণি শেখের পুত্র।নিহতের ভাই জসিম শেখ অভিযোগ করে জানান, তার ভাই নজরুল শুক্রবার ঢাকা থেকে কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের তালই মোক্তার সিকদারের বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে সে আর বাড়িতে যায়নি। তিনি অভিযোগ করে বলেন, তার ভাইকে কেউ হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে বিধি মোতাবেক আইনহত ব্যবস্থা নেয়া হবে