পিরোজপুরে মেজর (অব.) জিয়াউদ্দিন আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমদ এর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্য়াদার সাথে পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পিরোজপুরে মরহুমের বাসভবনে দোয়ার আয়োজন করা হয়। পরে মরহুমের কবরে জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সদস্য সচিব এম এ মান্নান, মরহুমের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আফতাব উদ্দিন কলেজের শিক্ষক ও শিক্ষর্থী, জেলা জাসদ, এনজিও ফোরাম, মুক্তিযুদ্ধ প্রজন্মসহ বিভিন্ন প্রতিষ্ঠান মরহুমের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে সাড়ে ১১ টায় মরহুমের প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হাফিজুর রহমান, শেখ এ্যানি রহমান, প্রয়াত মেজর জিয়া উদ্দিন আহমেদ এর স্ত্রী কানিজ মাহামুদা আহমেদ, ভাই কামাল উদ্দিন আহমেদ, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল,উপাধ্যক্ষ লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, আ্যাডভোকেট এম এ মন্নান, সাংবাদিক মাহামুদ হোসেন শুকুর,এ কে আজাদ, উন্নয়ন কর্মী জিয়াউল হাসান প্রমূখ । দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে এবং সন্ধ্যায় কেন্দ্রীয় কালী মন্দিরে প্রয়াত জিয়াউদ্দিন আহমদ এর জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য,গত বছরের ২৮ জুলাই মুক্তিযুদ্ধের কিংবদন্তি সেনা নায়ক মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন।