পিরোজপুরে শপিং ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে আবারও এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সদর উপজেলার কৃষ্ণনগর এলাকার স্থানীয় মন্দিরের সামনে সিঁড়ির উপর থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানায় পিরোজপুর সদর থানা পুলিশ। শিশুটি বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। জানাযায়, শনিবার ভোর ৩টার দিকে কান্না শুনে মন্দিরের সেবায়েত সবিতা রানী এ শিশুটিকে মন্দিরের সিঁড়ির উপর পড়ে থাকতে দেখতে পান। এ সময় একটি শপিং ব্যাগের ভিতর নবজাতকটি কান্না করছিলো। পরে সেবায়েত সবিতারাণী স্থানীয়দের খবর দেয়। এর পর স্থানীয়রা পুলিশে খবর দিলে শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পিরোজপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায় জানান, শিশুটির বয়স একদিন হবে। জন্মের পরপরই তাকে ফেলে রাখা হয়েছিল এবং শিশুটির নাভী থেকে রক্ত পরছিল। তবে বর্তমানে শিশুটি সুস্থ’ আছে এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল আহসান জানান, শিশুটি পুলিশ উদ্ধার করে হাসপাতালে রেখেছে । তার চিকিৎসা চলছে, তার জন্ম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । এর আগেও গত ৫ জুলাই পিরোজপুর বলেশ^র ব্রীজের ঢালের জঙ্গল থেকে আরও একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়েছিলো। শিশুটি বর্তমানে বরিশাল আগইলঝড়া সোনামনি নিবাসে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.