পিরোজপুরে ভারত-বাংলাদেশের কবি ও ছড়াকারদের জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হল বাংলাদেশ-ভারতের বিশিষ্ট কবি ও ছড়াকারদের উপস্থিতিতে জেলা শাখার ১১তম বাংলা সাহিত্য সম্মেলন উৎসব-২০১৮। কবি সংসদ বাংলাদেশ জেলা শাখা আয়োজনে বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন কবি সংসদ বরিশাল জেলা শাখার সভাপতি ছড়াকার তপঙ্কর চক্রবর্তী। বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেন্য শিশু সাহিত্যিক, বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত নন্দিত কবি এবং স্বনামধন্য জাতীয় দৈনিক যুগান্তরের সাহিত্য বিভাগীয় প্রধান রফিকুল হক দাদু ভাই। সম্মেলনের প্রথম পর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় অতিথিবৃন্দকে। পরে যে সকল কবি ও ছড়াকার না ফেরার দেশে চলে গেছেন তাঁদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে উত্তরীয় পারান হয় অতিথিদেরকে। এরপরে ত্রৈমাসিক বুকলেটের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি দাদু ভাই। কবি সংসদ জেলা শাখার সভাপতি কবি ডা. এস দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব কবি অলোক মিত্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও ছড়াকার রফিকুল হক দাদু ভাই, কেন্দ্রীয় সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক, কবি সমীর কুমার বালা (ভারত), কবি মারিয়া খান (যুক্তরাষ্ট্র), কবি হায়দার বদরুল, কবি ইউসুফ রেজা, কবি ফারুক প্রধান, কবি তাপস অধিকারি (ভারত), ছড়াকার সুভাষ পাল (ভারত) এবং সাংবাদিক এস এম পারভেজ। প্রধান অতিথি রফিকুল হক দাদু ভাই বলেন, আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি লাল সবুজের দেশ পেয়েছি, পেয়েছি শহীদ মুক্তিযুদ্ধে যাঁদের বুকের তাজা রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে- সেই বাংলাদেশকে রক্ষা করার দ্বায়িত্ব আজ আমাদের সকলের, প্রতিটি নাগরিকের।