গৌরনদীতে প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজী একটি মজার খেলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গৌরনদী প্রতিনিধি//
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনোভেশন আইডিয়া কার্যক্রম এর আওতায় গতকাল বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহনে “ইংরেজী একটি মজার খেলা” বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সকাল ৯টায় গৌরনদী উপজেলা পরিষদের শহীদ শুকান্ত বাবু মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৮০জন শিক্ষার্থী দলবদ্ধ ভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এতে প্রথম স্থান অধিকার করে উপজেলার মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। দ্বিতীয় স্থান অধিকার করে উপজেলার দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। তৃতিয় স্থান অধিকার করে উপজেলার আশোকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
প্রতিযোগিতা শেষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে গতকাল দুপুর ১২টায় একই মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক মোঃ আরিফ বিল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, আইডিয়া দাতা ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার পলাশ সরদার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন।