স্বরূপকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
র‌্যালি কেককাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সকালে জগন্নাথকাঠি বন্দরস্থ পৌরসভা কার্যালয় চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আতিকুল্লাহ, মাহফুজুর রহমান, কাউন্সিলর নুরুল ইসলাম, কাউন্সিলর জাহিদুল ইসলাম বিপ্লবসহ সহস্রাধীক নেতাকর্মি অংশ নেয়। পরে মিছিলটি সন্ধ্যা নদী পাড় হয়ে ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরে প্রদক্ষিন শেষে মিয়ারহাট ব্যাবসায়ী সমিতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেককাটা শেষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বায়জিদ আহসান, সহ সভাপতি মো. আবুল বাশার, মিঠুন হালদার, বশির তালুকদার, যুগ্ম সম্পাদক রিয়াজ সোহাগ ও সাংগঠনিক সম্পাদক শেখ ফুয়াদ, মাসুম বিল্লাহ ইমন প্রমুখ।