কমলগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যা করছে একাদশ শ্রেণির কলেজ ছাত্রী। শুক্রবার (২৭ জুলাই) বেলা দেড়টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের ঈদগা টিলা এলাকায় নিজ বসতঘরের চালার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুলাই) রিক্সা চালক ছালাই মিয়ার বড় মেয়ে পান্না আক্তার(১৬) সাথে তার ভাইয়ের ঝগড়া হয়। এরই জেরে শুক্রবার বেলা দেড়টায় নিজ ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পান্না আক্তার।
কলেজ ছাত্রী পান্না আক্তার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে পড়ে।