স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার দ.সোহাগদল এলাকার একতা বাজারে বুধবার দিবাগত রাতে সংঘঠিত এক অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ ভস্মীভুত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা বলে দাবি করেছেন ভূক্তভোগীরা। ফায়ার সার্ভিস সুত্র জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটেছে। জানাগেছে,রাত আনুমানিক ৪ টার দিকে মিজানের ডির্পাটমেন্টাল স্টোর ও ফারুক জমদ্দারের ডিপার্টমেন্টাল স্টোরে,আগুন জ¦লতে দেখে পাহারাদার আলম মোল্লা ও গাফ্ফার ডাক চিৎকার দিলে দোকানীরা ও এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় ফরিদের ফলের দোকান,চান্দু মিয়ার ষ্টেশনারী,সুব্রতের মিষ্টির দোকান ভস্মীভূত হয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর এলাকাবাসী আগুন অনেকটাই নিয়ন্ত্রনে আনার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রেনে আনে। অকুস্থলে আসতে দেরী হওয়ার কারন হিসেবে ফায়ার সার্ভিসের কর্মিরা জানান , নিজস্ব ট্রলার না থাকায় নদী পাড়ি দিয়ে আসতে তাদের দেরি হয়েছে। সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।