বরিশালে নৌকায় ভোট চাইলেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে নৌকা প্রতিকে ভোট চাইলেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। প্রচারনায় তার সাথে কেন্দ্রিয় ও স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মিরা অংশ নেয়। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নগরীর সদর রোড, পুলিশ লাইন রোড, চক বাজার এলাকাসহ বিভিন্ন ওয়ার্ডে প্রচারনা চালান। এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে, এ সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারাকে অব্যহত রেখে আধুনিক বরিশালের রূপকার প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের অসমাপ্ত কাজ সম্পাদন করে তার স্বপ্নের বরিশাল গঠনে আসন্ন সিটি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে সাদিক আব্দুল্লাহকে বিজয়ী করার জন্য ভোটরদের প্রতি আহবান জানান। এসময় আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য মো. হাবিবুর রহমান খান, স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, আওয়ামীলীগ নেতা কাজী সাইফুদ্দিন তৈমুর, স্বরূপকাঠি পৌরসভার কাউন্সিলর মো. নুরুল ইসলাম, কাউন্সিলর জাহিদুল ইসলাম বিপ্লব, প্রভাষক মাহমুদুর রহমান খান, প্রভাষক সাইফুল ইসলাম শাওন সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা সাথে ছিলেন।