গৌরনদীতে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আশ্রাফুল গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি//
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ রোববার সন্ধ্যায় উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গীলা গ্রাম থেকে ৪৫ পিস ইয়াবাসহ মোঃ আশ্রাফুল বেপারী (২০) নামের পার্শ্ববর্তি কালকিনি উপজেলার উত্তর রমজানপুর এলাকার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ সুত্রে জানাগেছে, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী আশ্রাফুল বেপারী ওইদিন বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার বাঙ্গীলা গ্রামের আজিজ খানের পান বরজের সামনে বসে ইয়াবা বিক্রি করছিল। এ ঘটনা টের পেয়ে এলাকাবাসী আশ্রাফুলকে ধরে আটক করে রেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই মোঃ আজাদ হোসেন ও এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে যান। এর পর তারা জনতার হাতে আটক হওয়া মাদক ব্যবসায়ী আশ্রাফ বেপারীর দেহ তল্লাসী চালিয়ে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার ও মাদক ব্যবসায়ী আশ্রাফ বেপারীকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী আশ্রাফ বেপারীর বাড়ি পার্শ্ববর্তি কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে। সে ওই গ্রামের মোঃ জালাল বেপারীর ছেলে।
এ ঘটনায় থানার এসআই মোঃ মেহেদী হাসান বাদি হয়ে ওইদিন রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া আশ্রাফ বেপারীকে গতকাল সোমবার সকালে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।