নাজিরপুরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের নাজিরপুরে তালতলা নদী থেকে শরীরে আঘাতের চিহ্নের এক অজ্ঞাত পুরুষ ব্যক্তির (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের মালিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তালতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নাজিরপুরের মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের মালিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তালতলা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার বয়স অনুমান ৩৫ বছর হবে। লাশটির মুখমন্ডলে হালকা দাড়ি,পরনে ফুল প্যান্ট ও ফুল শার্ট ছিলো। পায়ে চামড়ার বেল্টওয়ালা সেন্ডেল ও হাতে ঘড়ি ছিলো। মুখে কসটেপ পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তাছাড়া লাশের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।