কমলগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা//
মৌলভীবাজারের কমলগঞ্জের ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল(২৩ জুলাই) সোমবার উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালনার সময়ে এসব জরিমানা আদায় করা হয়।

জানা যায়, বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সমুহে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে বেশি দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রি করা, ওজনে কম দেওয়া সহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হচ্ছে।

এসব অপরাধে কমলগঞ্জে ডিজিটাল বেকারীকে ৫ হাজার টাকা, সৈয়দ ট্রেডাসকে ৫ শত টাকা, বাছিত মিয়ার মাছের দোকানকে ২ শত টাকাসহ মোট ৫ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালীন সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।